Rose Good Luck খোঁজ Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:০১:১৭ দুপুর

শিহাবের অনেক ঝামেলা চলছে অফিসে।

হেডফিস থেকে অডিট টীম এসেছে। মোটকথা এক যন্ত্রণামূখর সময়ের ভিতরে রয়েছে। এমন সময় বউয়ের ফোন এলো।

' বিথীর ফর্ম ফিলআপ করতে হবে। স্থায়ী ঠিকানায় কি দেবো?'

একটা প্রচণ্ড ক্রোধ সাময়িক সময়ের জন্য মাথাচাড়া দিয়ে উঠে শিহাবের। আশেপাশে অন্যরা না থাকলে কি হতো বলা যায় না। নিজেকে সম্বরণ করে নিজের বাড়ির ঠিকানা জানায়।

হাসিমুখে হেড অফিসের সহকর্মীদের সাথে কথা বললেও শিহাবের অবচেতন মন অন্য কোথায় যেন হারানো এক সুর খুঁজে বেড়ায়। রেখার সাথে আজ পনের বছর ধরে জামাই-বউ পর্ব চলছে ওর। এতোদিনে শিহাবের স্থায়ী ঠিকানা ওর জানা হল না!!

দুজন নরনারী জীবনের এতগুলো বছর একত্রে কাটালেও আদৌ কি নিজেদেরকে চিনতে পেরেছে? জানতে পেরেছে?

নচেৎ শিহাবের বাড়ির ঠিকানা এতোদিনেও ওর জানা হল না?

একান্তবর্তী পরিবার ভেঙ্গে ইটপাথরের এই নগরজীবনের এক কেন্দ্রিক পরিবারে অভ্যস্ততা ই কি সমস্যার মূল কারণ?

আমরা সবাই কি কাছের মানুষদের থেকে দূরে সরে যাচ্ছি না?

এভাবে যেতে যেতে এতটাই দূরে চলে এসেছি যে নিজের শয্যাসঙ্গিকেও ভালভাবে জানা হয়ে উঠছে না।

বিষন্ন বিরক্ত আর বিব্রত অনুভূতি নিয়ে শিহাব নিজের ভিতর তোলপাড় হতে থাকে।

# অণুগল্প

বিষয়: সাহিত্য

৮৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304145
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৩৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:০৭
246097
মামুন লিখেছেন : স্বাগতম ভাই
304156
১২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:০৭
246098
মামুন লিখেছেন : ওয়েলকাম!Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File